রাজকুমার ঘোষ,কালনাঃ কাজ ছেড়ে দেব কিন্তু নখ কাটব না, কার্যত এই পণ করেই দীর্ঘ ২৫ বছর নখ কাটেননি তিনি। নখ নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকে। কর্মক্ষেত্রেও বহু সমস্যার সম্মুখীন হতে হয়। তাতেও নখ কাটবেন না তিনি। মাঝেমধ্যেই নখ ভেঙ্গে যায়, ভাঙ্গা নখগুলি সযত্নে তুলে রাখেন তিনি। এই নখের জন্য এক সময় বিয়ের বহু সম্বন্ধও ভেঙ্গে গিয়েছিল তাঁর। তবুও তিনি তাঁর সিদ্ধান্ত থেকে পিছপা হননি। বামহাতের পাঁচটি আঙুলেই চার থেকে ছয় ইঞ্চি নখ আছে তাঁর। তিনি আর কেউ নন, বর্ধমানের কালনা থানার সিঙ্গারকোনের বাসিন্দা প্রভাত গোস্বামী। যদিও লোকে তাঁকে নখবাবু বলেই একডাকে চেনে। পেশায় ব্লক অফিসের অস্থায়ী কর্মী বছর পঞ্চাশের প্রভাতবাবু আগে সিনেমাহলে কাজ করতেন। স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুখের সংসার তাঁর। কিন্তু এই নখের জন্যই তাঁর সুখের সংসারে অশান্তির আগুন জ্বলে ওঠে। অশান্তি শুধু কি সংসারে! কর্মস্থলেও কম গঞ্জনা সহ্য করতে হয় না তাকে। অফিসের কর্মকর্তারা বার বার তাকে নখ কাটতে অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি। নিজের সিদ্ধান্তেই অবিচল থেকেছেন। প্রভাতবাবু বক্তব্য প্রয়োজনে কাজ ছেড়ে দেব, কিন্তু নখ কাটতে পারব না। তবে নখের জন্য সংসারে ও কর্মস্থলে যতোই অশান্তি হোকনা কেন এই নখের জন্যই এলাকায় বিখ্যাত।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে।
দেখুন সেই ভিডিও