নিউজ ডেস্কঃ অঙ্কোরভাট মন্দির দর্শন করতে এখন আর কম্বোডিয়ায় যেতে হবে না।কোলকাতার খুব কাছেই এই মন্দিরের দর্শন পাবেন। মাত্র ২০ টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে হাওড়া থেকে শক্তিগড় ষ্টেশনে নেমে চলে আসুন বড়শুলে। সেখানেই দেখতে পাবেন এই মন্দির। শুনতে অবাক লাগলেও এমনই ব্যবস্থা নিয়েছে বড়শুল ইয়ং মেনস অ্যাসোসিয়েশন। না সত্যি কোন মন্দির নয়। কম্বোডিয়ায় অঙ্কোরভাট মন্দিরের আদলে এখানে গড়ে উঠছে মন্ডপ। সেখানেই এই মন্দির দর্শনের সুযোগ করে দিয়েছে পুজো উদ্যোগতারা।
প্রতি বছরই কোন না কোন থিমের চমক রাখে এই পুজো কমিটি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। পুজো কমিটিরি এক উদ্যোক্তা জয়ন্ত বিশ্বাস জানিয়েছেন, ১৮ তম বর্ষে তাদের বাজেট ১৭ লক্ষ টাকা। হুগলীর বাঁশবেড়িয়ার শিল্পী পার্থ মজুমদার বেশ কয়েকজন সহকর্মীকে নিয়ে প্রায় চার মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই থিমের কাজ করে চলেছেন। তিনি জানিয়েছেন, শুধু মন্ডপ নয় প্রতিমাতেও চমক রয়েছে। শিল্পী মঙ্গল পাল মঙ্গোলিয়ান উপজাতিদের আদলে তৈরী করছেন প্রতিমা। পুজো কমিটির সভাপতি শিবপ্রসাদ সরকার জানিয়েছেন, প্রতি বছরই লক্ষাধিক মানুষের ভিড় জমান পুজো দেখতে। অন্যবারের মতো এবছরও দর্শনার্থীদের আনন্দ দিতে পারবেন এমনটাই আশাবাদী তারা।