পত্রলেখা চন্দ্রঃ মানসিক ভারসাম্যহীন বা রাস্তার ভবঘুরে বা যারা বাড়ির ঠিকানা ভুলে গেছে- এ রকম কারো সন্ধান পেলে প্রথমে সঙ্গে আলাপ জমানো। তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। সবই করেন বর্ধমানের পিলখুরির এই যুবক। উদ্দেশ্য তাদের ঠিকানা জোগাড় করে বাড়িতে পৌছে দেওয়া। ইতিমধ্যে বিভিন্ন জেলার বেশ কয়েকজনকে বাড়ি ফিরিয়ে দিয়েছেন। আজ বজবজের এক পরিবারের হাতে তুলে দিলেন হারিয়ে যাওয়া এক ব্যাক্তিকে। না। কোন NGO নয়। কোন কিছু পাওয়ার প্রত্যাশায় নয়। এটাই নেশা। এটাই ভালোলাগা সৌভিক ভট্টাচার্যের । পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক। কাজ করেই আনন্দ পান। ছোট বেলায় কাকা হারিয়ে যায়। যদিও একদিন পর ফিরে পেলেও আপনজন হারানোর ব্যাথা এখনো অনুভব করেন। তাই কেউ হারিয়ে গেলে তাকে বাড়ি ফেরানোর জন্য উদ্যোগ নেন। আজ হলদি দে পাড়ায় রীতিমতো উৎসবের মেজাজ। তাদের পাড়ার অজানা অতিথি কমল বাবু সৌভিকের হাত ধরে নিজের বাড়ি ফিরছে যে।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোনে করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮