নিউজ ডেক্স: লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লেখার মাধ্যমে প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। বর্ধমান পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী প্রচার শুরু করল তারা। এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার ও তৃণমূল নেতা প্রদীপ রহমান এর উদ্যোগে তৃণমূল কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় দেওয়াল লেখার কাজ শুরু করল। প্রদীপ রহমান জানিয়েছেন সরকারি উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরা হবে দেওয়াল লেখার মাধ্যমে। সর্বশ্রেণীর মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নে কর্মযজ্ঞ শুরু করেছেন দেওয়াল লিখনের মাধ্যমে সেটি তুলে ধরা হবে। এবং এই বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে বলে তিনি মনে করেন।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮