নিউজ ডেস্কঃ ইঞ্জিনিয়ারিং এর ছয় ছাত্র নতুন পথে যাত্রা শুরু করলো। নিজেরাই তৈরি করলো একটি ওয়েব সাইট। যেখানে অর্গানিক চাল, ডাল, বিভিন্ন মশলা, সব্জি, পানীয় সহ অন্যান্য খাবার পাওয়া যাবে। অনলাইনে অর্ডার দিলে বাড়িতে পৌঁছে যাবে রাসায়নিকহীন এই সমস্ত সামগ্রী।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ইন্সটিটিউট অব টেকনোলজি পাঁচ ছাত্র অরিজিৎ সর্দার, শুভঙ্কর মণ্ডল, সঞ্জু মণ্ডল, বিভাস মাহাতো, সঞ্জু প্রামাণিক ও অন্য এক কলেজের গোপাল জানা। এই ছয় বন্ধু নিজেদের উদ্যোগেই অনলাইন ব্যবসা শুরু করলো। ANOFARM নামে তারা একটি ওয়েবসাইড লঞ্চ করেছে। জৈব খাবার ঘরে ঘরে পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ। রাজ্য সরকার চাষিদের জৈব চাষে উৎসাহিত করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। নজর দেওয়া হয়েছে জৈব চাষ যাতে বাড়ে সেদিকে। পাশাপাশি মানুষের মধ্যেও অর্গানিক খাবারের চাহিদা বেড়েছে। তবে সব জায়গায় এর বাজার না থাকায় ইচ্ছা থাকলেও কেনার উপায় নাই। সেই জায়গায় এই ছয় ছাত্রের অভিনব এই ভাবনার ফলে মানুষ তাদের লাগালের মধ্যেই অর্গানিক খাবার পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ছাত্রদের এই কাজে সহযোগিতা করেছে অধ্যাপিকা সুদত্তা ব্যানার্জি, ‘বিষমুক্ত হাট’ সংস্থার উদ্যোক্তা সৌমেন সিংহরায়, মাকালপুর ফার্মের কর্ণধার সপ্তর্ষি সিংহরায় ও জয়লক্ষী সিংহরায়।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
উদ্যোগপতি, জীবন সংগ্রাম, কঠিন লড়াই, সাফল্য, বিশেষ কৃতিত্ব সংক্রান্ত কাহিনী এই বিভাগে প্রকাশ করা হবে। এই ধরনের গুণী মানুষদের কৃতিত্ব বিশ্বের কাছে তুলে ধরতে চাই আমরা। আপনার নজরে এই খবর থাকলে জানান এই নম্বরে- ৭৯০৮০০২২৪৮