নিউজ ডেস্কঃ অন্যান্য স্কুলে রবিবার যখন ছুটি তখন এই স্কুলে রবিবার খোলা। তবে সোমবার ছুটি। ১৯২২ সাল থেকে ব্যাতিক্রমী এই নিয়ম চলে আসছে বর্ধমানের জামালপুরের গোপালপুর মুক্তকেশী উচ্চ বিদ্যালয়ে। স্বাধীনতা সংগ্রামী অবিনাশ চন্দ্র হালদার ও ভূষণ চন্দ্র হালদারের দান করা জমিতে এই স্কুল শুরু হয় ১৯২২ সালের ৫ জানুয়ারি। কিন্তু কেন এই নিয়ম? জানা গেছে, স্কুলে যারা পড়াতেন তাদের অনেকেই স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। সেই সময় গান্ধীজীর নেতৃত্বে দেশ জুড়ে চলছে অসহযোগ আন্দোলন। স্বদেশী ভাবধারায় উদ্ভুদ্ধ হয়ে এই স্কুলে ব্রিটিশ সিলেবাস বর্জন হয়েছিল। শুধু তাই নয় ব্রিটিশদের চালু করা রবিবার ছুটির দিনকে বর্জন করে গোপালপুরের এই স্কুল। এর পরিবর্তে সোমবার ছুটি চালু হয়। রবিবার স্কুল খোলা থাকে। এর জন্য ব্রিটিশদের অনেক চাপ সহ্য করতে হয়েছিল স্কুলকে। কিন্তু তা স্বত্বেও নিয়ম বদল হয়নি।বর্তমানে স্কুলের ২৮ জন শিক্ষক শিক্ষিকা ও প্রায় ১৩০০ ছাত্র ছাত্রী গর্বের সঙ্গেই ব্রিটিশ বিরোধী এই নিয়মকে মেনে চলে আজও। সময় বদলিয়েছে কিন্তু বদল হয়নি ঐতিহ্যের।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই–মেলে– highlightsbengal.news@gmail.com