বর্ধমানের মেমারির ইয়ংস কর্নারের এই পুজো এবার ৫৪ তম বর্ষের পা দিল।
মানুষের বিবর্তনের ইতিহাস তুলে ধরা হবে মন্ডপে। উভচর থেকে মানুষ রূপান্তরের কাহিনী নিয়েই তাদের থিম বিবর্তন। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাতেও অভিনবত্ব আনা হয়েছে। প্রতি বছরই থাকে নানান চমক। এবারেও মানুষের ভালো লাগবে বলে আশা পুজো উদ্যোগতাদের।