নিউজ ডেক্স: পুজোর দিন সকালে গত বছরের প্রতিমা নিরর্জন উপলক্ষ্যে শহর পরিক্রমা করলো সূদৃশ্য শোভাযাত্রা। ছিল পথের পাঁচালি, বিশ্বকাপ হকি সহ বিভিন্ন বিষয়ের ট্যবলো। ঢাক ঢোল আদিবাসী নৃত্য ধামসা মাদল সহ অপূর্ব শোভাযাত্রা। এই পুজোকে কেন্দ্র করে অসংখ্য মানুষজন আসেন এই মন্দিরে। বর্ধমানের রামকৃষ্ণপল্লী শিব কালি দুর্গা মন্দিরের কালি পুজো পুজোর দিন সকালেই বিগত বছরের প্রতিমাকে নিরর্জন প্রথা চলে আসছে প্রথম থেকেই। এবার ৫০ বছরে পর্দপণ করলো এই পুজো।
ক্লিক করে দেখুন ভিডিও=
আপডেট নিউজ জানতে হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন।
আমাদের Youtube channel Subscribe করুন। জেনে নিন অজানা নানা তথ্য, কাহিনী।