নিউজ ডেস্কঃ ৫০০,১০০০ টাকা নোট বাতিল ঘোষণা। সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক মিলে এই সিদ্ধান্ত। আজ রাত ১২.০০ থেকে এই সিদ্ধান্ত কার্যকর।৫০০,১০০০ টাকায় কোন লেনদেন হবে না। বাজারে আসছে নতুন নোট। দেশের আর্থিক নিরাপত্তার কারণে ও কালো টাকা ফেরাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন। কাল সমস্ত ব্যাঙ্ক বন্ধ। পাশাপাশি মঙ্গলবার,বুধবার সমস্ত এটিএমও বন্ধ থাকবে ঘোষণা প্রধানমন্ত্রীর।
আপনার জানার বিষয়ঃ
* আগামী ১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ৫০০, ১০০০ টাকার পুরনো নোট জমা করা যাবে। যারা সব টাকা এই তারিখের মধ্যে জমা করতে পারবেননা তারা ৩১ মার্চ ২০১৭ র মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের সাথে যোগাযোগ করতে হবে।
* ব্যাঙ্কে জমা দেওয়ার সময় সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড ,প্যান কার্ড ও ভোটার কার্ড।
* রেল,সরকারি বাস, রাষ্ট্রায়ত্ত পেট্রল পাম্প,হাসপাতাল, বিমান এ পুরনো নোটে ছাড়। ১১ নভেম্বর পর্যন্ত এই ছাড় পাওয়া যাবে।
* একদিনে ২০০০ টাকার বেশী তোলা যাবে না এটিএম থেকে। ধীরে ধীরে বাড়বে এর উর্দ্ধসীমা।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।