নতুন জীবন। সাজানো সংসার। অনেক স্বপ্ন। সুখের দাম্পত্য জীবনে কোনও রকম বাধা বিপত্তি যাতে না আসে তাই উদ্যোগ নিল সরকার। নব দম্পতিকে বিয়েতে উপহার হিসাবে দেবে কন্ডোম, গর্ভনিরোধক বড়ি। কোনও পাবলিসিটির জন্য নয়, অনিচ্ছাকৃত জন্ম নিয়ন্ত্রন করতে এই অভিনব পদক্ষেপ নিয়েছে রাজস্থান সরকার। খুব শীঘ্রই রাজস্থানের বিভিন্ন জেলায় এই কর্মসূচি শুরু হবে। সচেতনতা বাড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছে সরকার। বিভিন্ন জায়গায় সদ্য বিবাহিত নবদম্পতির হাতে তুলে দেওয়া হবে এই বিশেষ উপহার।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই–মেলে– highlightsbengal.news@gmail.com