বয়স ১০৫। হ্যান্ডেলে হাত আর প্যাডেলে পা দিয়ে এগিয়ে চলেছেন। এই বয়সে এক ঘণ্টা সাইকেল চালিয়ে রেকর্ড গড়লেন ফ্রান্সের বাসিন্দা রবার্ট মার্চান্দ।
চোখে প্রচুর স্বপ্ন। আর সেই স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছেন। সাফল্যও পেয়েছেন। বয়স যে কোনও কিছুকেই হার মানায় না তার স্পষ্ট উদাহরণ রবার্ট মার্চান্দ। শুধু প্রতিযোগিতার জন্য তিনি সাইকেল চালান তা নয়, তিনি নিয়মিত সাইকেল প্রাকটিস করেন, এক্সসারসাইজ করেন। বহু সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।রবার্ট মার্চান্দ প্রমাণ করেছেন মনের জোর আর ইচ্ছাশক্তিই আসল চালিকা শক্তি। যে বয়সে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ সেই ১০৫ বছর বয়সে অসম্ভবকে সম্ভব করেছেন।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।