রাজ কুমার ঘোষ, হাইলাইটস বেঙ্গলঃ ব্যাঙ্কে লাইনে দাড়িয়ে নেজেহাল সাধারন মানুষ। কোথাও কোথাও ভোর থেকে লাইনে দাঁড়াচ্ছেন গ্রাহকরা। ইতিমধ্যে লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এবার মানবিকতার নজির গড়লো তৃনমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজে রাস্তায় দাড়িয়ে সাধারন মানুষদের অসুবিধার কথা শুনেছেন। তারপরই রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেল ব্যাঙ্কের লাইনের পাশেই হেল্প ডেস্ক খুলে বসেছে তৃনমূলের সদস্যরা। সাধারন মানুষের যাতে কষ্ট না হয় তার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করেছেন। খাবার থেকে জল সবেরই আয়োজন করেছে। শুধু তাই নয় কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা নোট বদলের ফর্ম ফিলাপ করে দেওয়া সবই তারা করছেন হাসি মুখে। বর্ধমানের কালনা সহ বিভিন্ন জায়গাতেই লাইনে দাঁড়ানো মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা। টাকা বদলের ইস্যুতে মোদী সরকারের সঙ্গে তৃনমূলের যতই নীতির লড়াই হোক না কেন সাধারণ মানুষদের কথা ভেবে তাদের পাশে দাঁড়িয়েছে তৃনমূল। তাদের এই মানবিক সহযোগিতায় খুশি সাধারন মানুষ।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল‘। ফোনে করুন– ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮