নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও এক দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন। পথ দুর্ঘটনা বন্ধ করতে আরও কড়া হচ্ছে সরকার। ইতিমধ্যে একাধিক কর্মসূচি নিলেও এবার বদল হচ্ছে রাজ্যের পথ আইন। খুব শীঘ্রই নয়া আইন আসতে চলেছে। আজ নবান্নে নয়া নীতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ পুরকায়স্থ ও পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনায় কেউ আহত হলে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হবে চালকের বিরুদ্ধে। মত্ত অবস্থায় গাড়ি চালালে বাজেয়াপ্ত করা হবে ড্রাইভিং লাইসেন্স। রাস্তায় ফেলে রাখা যাবে না নির্মাণ সামগ্রী।পাশাপাশি অন্য রাজ্যের গাড়িতে আলাদা রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু হবে। হেলমেট না পড়লেও বাজেয়াপ্ত করা হবে ড্রাইভিং লাইসেন্স। পার্কিং করতে হবে নির্দিষ্ট স্থানে। আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা।
ইতিমধ্যেই দুর্ঘটনা বন্ধ করতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী ঘোষণা করেছে রাজ্য সরকার। বাইক আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। এবার পথ নিরাপত্তা বাড়াতে আইন বদলের সিদ্ধান্ত রাজ্য সরকারের।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।