হাইলাইটস বেঙ্গল ডেস্ক: রক্ত দাতাদের দেওয়া হলো একটি করে চারা গাছ। এভাবেই রক্তদানের মাধ্যমে সবুজায়নের বার্তা তৈরি করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা জামালপুরের মহিলা নেত্রী মিঠু মাঝি। এদিন জামালপুর এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত মহিলারাই সেই রক্তদান শিবিরে অংশ নেন। প্রায় ৪০ জন মহিলা রক্ত দান করেন। লকডাউন এরমধ্যে তৈরি হয়েছে রক্ত সংকট। বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় সমস্যায় রোগী এবং রোগীর আত্মীয়রা। তাই রক্ত সংকট মেটাতে এগিয়ে এসেছেন মিঠু মাঝি। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, প্রাক্তন কাউন্সিলার খোকন দাস, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম, জেলা টিএমসিপি সভাপতি সাদ্দাম হোসেন সহ আরও অনেকে।