রাখির পোশাকে প্রধানমন্ত্রী। তাও আবার যেখানে সেখানে নয়, এমন জায়গায় যা চরম দৃষ্টিকটু। পোশাক পরে সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে। বলিউডের অভিনেত্রী রাখি সাওয়ান্ত প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোশাক পড়ে ছবি তুলে তা তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। এই ছবি একসময় ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে কয়েক মাস আগে চরম বিতর্ক তৈরি হয়েছিল। জানা গেছে, আমেরিকায় একটি পার্টিতে রাখি এই পোশাক পড়েছিলেন। আগস্ট মাসে এই ঘটনা ঘটলেও গত বৃহস্পতিবার রাজস্থানের কাঙ্করোলি থানায় পোশাকে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে রাখির নামে অভিযোগ দায়ের করেন এক ব্যাক্তি। ব্যাক্তির বক্তব্য, রাখি এই পোশাক পরে শুধু প্রধানমন্ত্রীকে অপমানই করেননি। প্রশ্রয় দিয়েছেন অশ্লীনতাকে।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।