সেখ সামসুদ্দিন,মেমারি: পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় রাস উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। মেমারির পাল্লা বেলতলা আশ্রমপাড়ায় রাস উৎসবের সূচনা হল মঙ্গলবার। ১৩৭৮ সালে রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে রাস উৎসব শুরু হয় এখানে। জানা গেছে, স্বর্গীয় গণপতি সরকার ও গ্রামবাসীবৃন্দের সহযোগিতায় স্বর্গীয় নিরঞ্জন বিশ্বাস এই উৎসবের সূচনা করেছিলেন। উৎসব উপলক্ষ্যে মেলাও বসে। আট দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান। উৎসব কমিটির সদস্য অমিত কুমার মহন্ত জানান, ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ করা হবে। শুভ উদ্বোধনের পর মঙ্গলগীত এবং সন্ধ্যায় সন্ধ্যারতি করেন ঠাকুরদাস কীর্তনীয়া, বৃন্দাবন সাধু, তারক খান ও সম্প্রদায়। মাঝে গীতা পাঠ ও ভাগবৎ পাঠ চলে। সন্ধ্যায় আন্তর্জাতিক খ্যাতনামা রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত শিল্পী কবি অসীম সরকার ও সম্প্রদায় কবিগানের লড়াই পরিবেশন করেন। এছাড়া দূরদর্শনখ্যাত আন্তর্জাতিক শিল্পী সুশান্ত দাস বাউল ও সম্প্রদায় বাউল লড়াই সবার মন কেড়েছে। এই উৎসব ঘিরে শুধু এলাকা নয় বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে আসেন। সকল মানুষ আনন্দ উৎসবে মেতে ওঠেন।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
উদ্যোগপতি, জীবন সংগ্রাম, কঠিন লড়াই, সাফল্য, বিশেষ কৃতিত্ব সংক্রান্ত কাহিনী এই বিভাগে প্রকাশ করা হবে। এই ধরনের গুণী মানুষদের কৃতিত্ব বিশ্বের কাছে তুলে ধরতে চাই আমরা। আপনার নজরে এই খবর থাকলে জানান এই নম্বরে- ৭৯০৮০০২২৪৮
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮