আপনাকে টাকা তোলা বা পাল্টানোর জন্য আর ব্যাঙ্কে বা এটিএম-এ লাইনে দাঁড়াতে হবে না। সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছুই এখন হাতের মুঠোয়। তাহলে টাকা তোলা বা পাল্টানোর জন্য এত কষ্ট করার দরকার কি? চলুন দেখে নেওয়া যাক কিভাবে লাইনে না দাঁড়িয়ে টাকা তোলা বা পাল্টানোর যাবে।
না! লাইন তো দিতেই হবে। কারন আপনার মতো সকলেরইতো টাকার প্রয়োজন। তবে হ্যাঁ লাইনে আপনাকে নয়, আপনার বদলে দাঁড়াবে অন্য কেউ। শুনতে অবাক লাগলেও দিল্লির একটি সংস্থা চালু করেছে ‘BookMyChotu’ নামে একটি ওয়েবসাইড। এই ওয়েবসাইড এর মাধ্যমে আপনার জন্য লাইনে দাঁড়ানোর লোক সরবরাহ করা হবে। যারা ব্যাঙ্কের বা এটিএম-এ লাইনে দাঁড়াতে চান না বা কষ্ট হয় তাঁদের জন্যই এই ওয়েবসাইড। তবে ফ্রি তে নয়, ঘন্টায় মাত্র নব্বই টাকা দিলেই মিলবে এই পরিষেবা। দিল্লির এই সংস্থাটি মূলত বিভিন্ন সংস্থায় কেরানীর জন্য লোক সরবরাহ করে থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা ভেবে এই অভিনব উদ্যোগ। তবে জানা গেছে, আপাতত দিল্লিতে চালু এই পরিসেবা।
**মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।