নিউজ ডেস্ক: বর্ধমানে তৈরি হতে চলেছে স্টেট ক্যান্সার হাসপাতাল। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তৈরী হবে এই অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল। সাংবাদিক বৈঠকে জানালেন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল মাজি। প্রায় ৪০ কোটি টাকা খরচে জি প্লাস এইট ভবন তৈরী করা হবে। সম্পূর্ণ সরকারি খরচে ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা হবে এখানে। রেডিও থেরাপি, কেমোথেরাপির সুবিধাতো থাকবেই তার সাথে ভি ভি আর মেশিন, সিটি স্ক্যান, ডিজিটাল এম আর আই ও এক্সরে পরিষেবা পাওয়া যাবে। দক্ষিণবঙ্গের মধ্যে প্রথম পুর্ব বর্ধমান জেলায় এই ক্যান্সার হাসপাতাল হবে। যার ফলে উপকৃত হবেন অসংখ্য মানুষ । কিছু দিনের মধ্যেই ভবন তৈরির কাজ শুরু হবে বলে তিনি জানান।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮