নিউজ ডেক্স: মাথায় বন্দুক ঠেকিয়ে গৃহকর্তাকে বেঁধে পাঁচজনের ডাকাতদল লুটপাট চালালো গৃহস্থের বাড়িতে। বাধা দিতে গেলে মাথায় শাবল দিয়ে আঘাত পরিবারের এক সদস্যকে। পরে বাড়ির সদস্য এবং এলাকার মানুষদের হাতে ধরা পড়ে এক দুষ্কৃতী । তাকে দেওয়া হয় গণধোলাই । জখম অবস্থায় ভর্তি কালনা মহকুমা হাসপাতালে। এলাকায় চাঞ্চল্য । পূর্ব বর্ধমানের কালনার পূর্ব সাতগেছিয়া সাহাপুর গ্রামের ঘটনা।
জানা যায় রবিবার গভীর রাতে ৫ দুষ্কৃতী হাতে বন্দুক নিয়ে একটি বাড়িতে ঢোকে । বাড়ির কর্তা নির্মল মণ্ডল ও মঞ্জু মণ্ডল কে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে আলমারীর চাবি নেয়। দড়ি দিয়ে বেঁধে রাখে নির্মলবাবুকে। এরপর আলমারী থেকে সোনা ও রুপার গহনা ও নগদ বেশ কিছু টাকা লুটপাট করে বলে জানান মঞ্জু দেবী। এরপর তার বড় ছেলে নিরল মন্ডল এর ঘরে ঢুকে লুট করতে গেলে বাধা দেয় নিরল। তাকে মাথায় শাবলের দিয়ে আঘাত করা হয়। এই অবস্থায় এক দূষ্কৃতিকে ধরে আটকে রাখে সে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে হাজির হয়। সুযোগ বুঝে চারজন পালিয়ে গেলও ধরা পড়ে একজন। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি
আরো আপডেট নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
উদ্যোগপতি, জীবন সংগ্রাম, কঠিন লড়াই, সাফল্য, বিশেষ কৃতিত্ব সংক্রান্ত কাহিনী এই বিভাগে প্রকাশ করা হবে। এই ধরনের গুণী মানুষদের কৃতিত্ব বিশ্বের কাছে তুলে ধরতে চাই আমরা। আপনার নজরে এই খবর থাকলে জানান এই নম্বরে- ৭৯০৮০০২২৪৮
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮