মনোতোষ পোদ্দারঃ সরকারি সাহায্যে নয়। স্থানীয় মানুষদের সহযোগিতায় তৈরি হচ্ছে বৃদ্ধাশ্রম। এমনই নজির গড়লো বর্ধমানের কাঞ্চননগরের বাসিন্দারা। অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের কথা ভেবে এই পরিকল্পনা। কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালীমন্দিরের কাছে ‘নবনীড়’ নামে বৃদ্ধাশ্রম তৈরির কাজ শুরু হল। এই প্রকল্পের উদ্যোক্তা কাউন্সিলর খোকন দাস জানান, এলাকার বেশ কয়েকজন বাসিন্দা এই বৃদ্ধাশ্রম তৈরীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিঃসন্তান বয়স্ক মানুষদের এখানে বিনা খরচায় থাকা, খাওয়া ব্যবস্থা থাকবে। পাওয়া যাবে চিকিৎসা পরিষেবা। বৃদ্ধাশ্রমটি চালানোর জন্য ৫১ জনের একটি ট্রাস্টি বোর্ড গঠন হয়েছে । নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে আনুমানিক ২ কোটি টাকা। আপাতত ৬৫ জনের থাকার ব্যবস্থা থাকছে।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮, ৯৯৩৩১০৬৯০৪
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮