স্কুলের ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো ধর্মগ্রন্থ গীতা। ইসকন মায়াপুর এর পক্ষ থেকে এদিন বর্ধমানের রথতলা মনোহর দাস বালিকা বিদ্যালয় এবং ভারতী বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের হাতে এই গ্রন্থ তুলে দেওয়া হলো। ইসকন এর পক্ষ থেকে চেয়ারম্যান বেণুধারী দাস জানিয়েছেন, গীতা চরিত্র গঠন করে, চেতনা বিকাশ করে। স্কুল কলেজে ছাত্রছাত্রীদের লেখাপড়া সাথে চরিত্র গঠন মান উন্নয়ন করার ওপর গুরুত্ব দেওয়া উচিত। সেই শিক্ষা দেওয়া হয়েছে গীতায়। যার মাধ্যমে সে চরিত্র গঠন করে নিজের জীবনকে অনেক বড় করে তুলতে পারবে। সেই কারণেই বিভিন্ন স্কুলে তাদের পক্ষ থেকে গীতা প্রদান করা হয়।
স্কুলের শিক্ষিকা কবিতা নন্দী জানিয়েছেন, বরাবরই স্কুলের ছাত্রীদের পাঠ্যপুস্তক এর বাইরে অন্যান্য গ্রন্থ পাঠে উৎসাহ দেওয়া হয়। রবীন্দ্র, বিবেকানন্দ, বিদ্যাসাগরের চরিত্র পাঠের উপর গুরুত্ব দেওয়া হয়। গীতা পাঠ তাদের ধর্ম গ্রন্থ হিসাবে পড়া নয় জীবন চরিত্র গঠনে কাজে লাগবে।
এদিন গীতা গ্রন্থ পেয়ে খুশি স্কুলের ছাত্রীরা।