নিউজ ডেস্কঃ প্রায় ২০০ বছর আগে স্বপ্নাদেশে এই জগদ্ধাত্রী পুজোর শুরু। পূর্ব বর্ধমানের কাটোয়ার নন্দীগ্রামের এই পুজো ঘিরে আনন্দ উৎসবে মেতে উঠেন এলাকাবাসী। কথিত আছে, নন্দী গ্রামের রায় পরিবারের সদস্য রানাদাস রায় স্বপ্নাদেশ পান দেবীর পুজো শুরু করার জন্য। সেই থেকেই পুজোর শুরু। শোনা যায়, এক সময় এই রায় পরিবারের হাতে এলাকার জমিদারি সত্ত্ব ছিল। তাই পুজোর জাঁকজমকে কোন ত্রুটি ছিল না। সেই পরম্পরা এখনও বাঁচিয়ে রেখেছে পরিবারের বর্তমান সদস্যরা। পরিবারের সদস্য রাহুল রায় জানিয়েছেন, আগে এই গ্রামে দুর্গা পুজো হত না। যদিও কয়েক বছর আগে এখানে একটি সর্বজনীন দুর্গা পুজো শুরু হয়। তবুও এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করেই শারদ উৎসবের আনন্দে মাততেন এলাকার মানুষ।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন– www.highlightsbengal.com