স্বামী স্ত্রীর সুসম্পর্ক বজায় রাখতে কয়েকটি জিনিস মাথায় রাখুন। এতে সম্পর্ক ভালো হবে। সংসারে শান্তি বজায় থাকবে।
* স্বামী স্ত্রী হল পরস্পর একে অপরের ভালো বন্ধু। সুখ দুঃখ সব কিছু নিজেদের মধ্যে ভাগ করে নিন।
* সারাদিন কাজের পর কোএজ একটা সময় দিন দুজন দুজনের জন্য। সেই সময়টা শুধুমাত্র নিজেদের। একে অপরের কথা শুনুন মন দিয়ে। কোনও সমস্যা হলে নিজেরা আলোচনা করুন সমাধান খুঁজে পাবেন।
* স্বামী স্ত্রী দুজনের সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দিক হল বিশ্বাস। একে অপরের পতি বিশ্বাস না থাকলে সম্পর্কের ফাটল দেখা দেয়। বেশির ভাগ ছেলে মেয়েদেরই এই সমস্যা হয়। সন্দেহের বশে একে একে অপরকে আঘাত দিয়ে থাকে। দুজনে দুজনের প্রতি বিশ্বাস অর্জন করুন। যদি একে অপরের প্রতি সন্দেহ জাগে তাহলে নিজেদের মধ্যে খোলাখুলি জিজ্ঞাসা করুন। কথা বললে অনেক সমস্যাই মিটে যায়।
* নিজের কোনও কথা গোপন রাখবেন না। সঙ্গীর সাথে শেয়ার করুন। এতেও সম্পর্ক অনেক সময় ভালো হয়ে যায়।
* সঙ্গী কি পছন্দ করে জানার চেষ্টা করুন। সব সময় সব আবদার মেটানোর সম্ভব হয় না। যেটুকু সামর্থ বা সম্ভব সেটুকুই করুন। নিজেকে কষ্ট দিয়ে সঙ্গীকে বেশি খুশি করতে যাবেননা হৃতের বিপরীত হবে।
* একে অপরের কথা শেয়ার করুন। পারলে মাসে একদিন কাছে কোথাও বেড়াতে যান। সময় পেলে দুজনে ভিডিও গেম খেলুন, একসঙ্গে টি ভি দেখুন।
* স্বামী স্ত্রীর সুসম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হল শারীরিক মিলন। নিয়মিত শারীরিক মিলনের চেষ্টা করুন।