নিচের ভিডিও ক্লিক করে দেখুন।
ভিডিও নিউজ দেখতে ইউটিউব চ্যানেল Subscribe করুন।
‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
সম্প্রীতির এক অন্য ছবি ।পাশাপাশি বিয়ে হিন্দু মুসলমান সম্প্রদায়। বর্ধমানের কাঞ্চননগর এই বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মেতে ছিল বর্ধমানবাসী।আলোকসজ্জা থেকে শুরু করে মন্ডপসজ্জা, খাওয়া দাওয়া, বর কনে কে সাজানো সব কিছুই ছিল। বাজানা সহ বর্ধমানের আলমগঞ্জ থেকে সুসজ্জিত টোটোয় পাত্রদের কাঞ্চননগরে নিয়ে আসা হয়। সকল সম্প্রদায়ের মানুষ হাতে হাত মিলিয়ে গণবিবাহে সামিল। প্রাক্তন কাউন্সিলর খোকন দাসের উদ্যোগে এই গনবিবাহ অনুষ্ঠিত হয়।
বরযাত্রী, কনেযাত্রী সহ নিয়ন্ত্রিত প্রায় 5000 হাজার লোক। মন্ডপ সুন্দর করে সাজানো হয়। একদিকে যেমন হিন্দু সম্প্রদায়ের বরকনের নিজেদের নিয়ম নীতি মেনে বিবাহ সম্পন্ন হয়। পাশাপাশি মুসলমান সম্প্রদায়ের নিয়ম নীতি মেনে তাদের বিবাহ সম্পন্ন হয়।
মোট ১০১ জোড়া পাত্র-পাত্রীর বিয়ে দেওয়া হয়। পাত্র পাত্রীদের জন্য সোনার আংটি, সোনার নাকছবি সহ খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সেলাই মেশিন, দানসামগ্রী,সাইকেল, বাসনপত্র, ১ মাসের খাবার সামগ্রী, ঐমনকি জীবন বীমা করে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ।