নিউজ ডেস্কঃ আবার ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত আপ ক্যাপিট্যাল এক্সপ্রেস। আলিপুরদুয়ারের শামুকতলায় রাত ৯.১৫ নাগাদ ঘটনাটি ঘটে। পাটনা থেকে গুয়াহাটি যাওয়ার সময় দুর্ঘটনা। ইঞ্জিন সহ ২ টি বগি লাইনচ্যুত। একটি বগি দুমড়ে মুচড়ে গেছে। ইঞ্জিন পড়ে রয়েছে কিছুটা দূরে। এই ঘটনায় আহত কয়েকজন। তিন জনের অবস্থা আশঙ্কজনক। ঘটনাস্থলে ডিআরএম আলিপুরদুয়ার সঞ্জীব কিশোর। ঘটনাস্থলে রিলিফ ট্রেন। কি কারনে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নাশকতা আশঙ্কা করছেন রেল আধিকারিকরা।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।