বয়স ১৯ বছর। বি এ প্রথম বর্ষের ছাত্র। কিন্তু দেখলে অবাক হতে হবে। অদ্ভুত তার শারীরিক গঠন। ১৯ বছরের এই যুবককে দেখলে মনে হবে বছর ১০-১১ বছরের বালক। গলার স্বর থেকে শারীরিক গঠন সবই থেমে গেছে ছোট বয়সেই। সমবয়সী বন্ধুরা খুব একটা মেশে না তার সাথে। তাই খেলাধুলা, গল্প আড্ডা সবই পাড়ার ফাইভ সিক্স এ পড়া বন্ধুদের সাথে।
বর্ধমানের নবগ্রামের শেখ রিপনকে নিয়ে তাই দুশ্চিন্তা কম নয় পরিবারের। অনেকে দেখে হাসাহাসি করে, ব্যঙ্গ বিদ্রুপের স্বীকার হয় রিপন। তাতে কি। পড়াশোনায় আর পাঁচ জনকে টপকে স্কুলের সেরা সে। পড়াশোনার পাশাপাশি আবৃতি, নাটক, বিতর্ক প্রতিযোগিতায় বেশ কয়েকবারই রাজ্যস্তর থেকেও পুরস্কার নিয়ে এসেছে। বরাবরই মেধাবী ছাত্র রিপন। এবারের উচ্চ মাধ্যমিকে ৮৫% নম্বর নিয়ে পাশ করে।এখন ইংরাজি অনার্স নিয়ে পড়ছে।
বাবা শেখ মোস্তাফা পেশায় রাজমিস্ত্রি। অভাবী সংসার। তাই ছেলের সুচিকিৎসা করাতে পারেনি। রিপনের যখন আট বছর বয়স তখন থেকেই শারীরিক গঠনের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। স্থানীয় চিকিৎসক জানিয়েছেন, হরমোন জনিত কারণেই এই সমস্যা। ভালো চিকিৎসার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে বলে জানিয়েছে শেখ মোস্তফা। কিন্তু তার জন্য খরচ অনেক। কিন্তু সামান্য রাজমিস্ত্রির কাজ করে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই ইচ্ছা থাকলেও ছেলের চিকিৎসা করাতে ব্যর্থ বাবা। সাহায্যের আশায় রয়েছে পরিবার।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।