হাইলাইটস বেঙ্গল: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমানের মেমারিতে ‘সাহিত্য প্রীতি সংঘ’ এর উদ্যোগে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কে.জি স্কুল প্রাঙ্গনে। অনুষ্ঠানে ভাষা আন্দোলন সম্পর্কে আলোকপাত করেন বিশিষ্ট সাহিত্যিক ড. প্রফুল্ল কুমার পান, সাংবাদিক ও প্রাবন্ধিক সৌম্য বন্দ্যোপাধ্যায় , মেমারি পৌরসভার পৌরপিতা স্বপন বিষয়ী।
‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন কুহকী পত্রিকার সম্পাদক রাম নারায়ণ মুখোপাধ্যায় ও কে.জি স্কুলের সম্পাদক সিদ্ধেশ্বর লাহা। এদিনের অনুষ্ঠানে এই সংস্থার পত্রিকা ‘চিরন্তন দুই’ প্রকাশিত হয়। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সকলেই শহীদ বেদিতে পুষ্প নিবেদন করেন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮