হাইলাইটস বেঙ্গল: পূর্ব বর্ধমান জেলা ইকো রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি বৈঠক। মূলত টোটো থেকে ইকো রিক্সায় পরিবর্তনের যে উদ্যোগ নেওয়া হয়েছে সে নিয়েই এদিনের বৈঠক। এই বৈঠকে হাজির ছিলেন বর্ধমানের ইকো রিক্সা চালকরা। বৈঠকে অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসি দায়িত্বপ্রাপ্ত নেতা ইফতিকার আহমেদ, ইকো রিক্সা ইউনিয়ন বর্ধমান সদরের সম্পাদক অভিজিৎ নন্দী, বিভিন্ন পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কর্মদক্ষরা।
‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮