ফণি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সতর্ক থাকতে বলেছেন সকলকে। জেলা প্রশাসন ও ফণি মোকাবিলায় প্রস্তুত রয়েছে । অন্যান্য জেলার সঙ্গেই পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝড়ের প্রভাবে যে কোন বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। 24 ঘণ্টার জন্য খোলা রয়েছে কন্ট্রোল রুম। তবে মানুষকে গুজবে কান না দেওয়া এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে দেওয়া হয়েছে। যে কোন প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে সাধারণ মানুষকে । আজ ভোর চারটের মধ্যে সর্বোচ্চ গতির ঝড় এই জেলায় আসতে পারে বলে জানা গেছে। আজ এবং কাল খেয়া ঘাট গুলি থেকে খেয়া-পারাপার বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে ।বর্ধমান পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে ঘোষণা করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ পানীয় জল মজুত রাখার জন্য।
: 24 ঘন্টা কন্ট্রোল রুম নম্বর :
পূর্ব বর্ধমান কন্ট্রোল রুম : 0342-2665092
কাটোয়া কন্ট্রোল রুম : 03453-255419
কাটোয়া পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক রবীন্দ্র নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আজ রাতে তারা কাটোয়া পুরসভায় থাকবেন। সকল কর্মী এবং কাউন্সিলররা থাকছেন। বিপর্যয় মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন।
আপডেট খবর জানতে এই ফেসবুক পেজ লাইক করুন।