স্বস্তির খবর। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ৩৯ জন ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
পাশাপাশি কাটোয়া হাসপাতাল এর চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের ২০ জনের রিপোর্ট নেগেটিভ এলো।
মুর্শিদাবাদের সালারের ক্যান্সার আক্রান্ত ব্যক্তির প্রথমে কাটোয়া পরে বর্ধমান হাসপাতালে চিকিৎসা হয়। এরপর কলকাতার তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই এই দুই হাসপাতালে বিরাট সংখ্যক চিকিৎসক,নার্স, স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়। তাদের লালা রস পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়। এই রিপোর্ট নেগেটিভ হওয়ায় স্বস্তিতে সকলেই।
আপডেট খবর জানতে হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন।