নিউজ ডেস্কঃ সবুজের ধ্বংস চলছে। গাছ কেটে নগর তৈরি হচ্ছে। বিশ্বের উষ্ণায়ণ বাড়ছে। ধ্বংসের পথে এগিয়ে চলছে পৃথিবী। কঠিন সমস্যার মুখোমুখি আমরা। তবে আর সবুজ নিধন নয়। বাঁচুক পৃথিবী, বাঁচুক মানুষ, বাঁচুক প্রাণীকুল। এমনই বার্তা মানুষের কাছে তুলে ধরতে চাইছে পূর্ব বর্ধমানের মেমারি সারদাপল্লী ও অরবিন্দ পল্লী পুজো কমিটি। এবারে তাদের থিম ‘সবুজায়ন’। একদিকে গাছকে রক্ষা করা, অন্যদিকে বৃক্ষ রোপণ করে সবুজ সৃষ্টি করার চিত্র তুলে ধরা হবে মণ্ডপে। পূর্ব মেদিনীপুরের বিখ্যাত শিল্পী নয়ন মেট্যা এই থিম তৈরি করছেন। উপকরণ হিসাবে থাকছে বিশেষ ধরণের কাপড়, মাটির ভাঁড় । মণ্ডপে থাকছে কয়েকটি ধাপ। প্রথমে থাকছে বিরাট পৃথিবী। এরপর ভিতরে প্রবেশ করার পর থাকছে একের পর এক চমক। শিল্পীর নিপুন হাতে ‘সবুজায়ন’ এর বার্তা ফুটে উঠবে মণ্ডপ জুড়ে।
প্রতি বছরই অভিনব ভাবনা তুলে ধরে এই কমিটি। জেলার নজরকাড়া পুজো গুলির মধ্যে অন্যতম। প্রতি বছরই অসংখ্য পুরষ্কার জিতে নেয় এই পুজো। এবছরও দর্শকদের আনন্দ দিতে পারবে এমনটাই আশা উদ্যোগতাদের।
(ছবি নূর আহমেদ)
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮, ৯৯৩৩১০৬৯০৪
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮