নিউজ ডেস্কঃ শুধু শহর নয়, থিমের পুজোয় নজর কাড়ছে গ্রামের পুজো। প্রতি বছরের মতো এবছরও এক অভিনত্ব থিম নিয়ে হাজির পূর্ব বর্ধমানের পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি। ৭৬ তম বর্ষে তাদের থিম ‘সোঁদর বনের কেদো বাঘ’। সুন্দরবন জঙ্গল এবং সেখানকার মানুষজনের জীবন কাহিনী নিয়ে এই থিম। পাশাপাশি রয়েছে জলদস্যুদের কাহিনী, বনবিবির আশীর্বাদের গল্প। বর্ধমান জেলার প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের গল্প কথা এই মণ্ডপে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে। শুধু তাই নয়, মণ্ডপের মধ্যে রয়েছে তার হাতের অপূর্ব পট অঙ্কন । সঙ্গে রয়েছেন উজ্জ্বল মালিক। মণ্ডপ সজ্জায় রয়েছে ক্লাবের সকল সদস্য। ১৯২ লাইনের এক কবিতাকে গল্প আকারে মন্ডপে ফুটিয়ে তোলা হবে। মন্ডপের বিশেষ আকর্ষণ হলো ডাকের সাজের অপূর্ব প্রতিমা। যা সকলের দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করছেন ক্লাবের সভাপতি নিমাই মুখ্যার্জী। ক্লাবের সম্পাদক সন্দীপন সরকার জানিয়েছেন, ক্লাবের সকল সদস্য দিন রাত এক করে কাজ করে চলেছে। সকলের পরিশ্রম সফল হোক। কিভাবে যাবেন? বাইকে বা গাড়িতে বর্ধমান পালশিট টোল প্লাজা পেরিয়ে পাল্লারোড যাওয়ার রাস্তা ধরে কিছুটা গিয়েই পাল্লারোড লেভেল ক্রসিং পার হয়ে পল্লীমঙ্গল সমিতির দুর্গা পুজো। ট্রেনে – বর্ধমান হাওড়া কর্ড লাইনে পাল্লারোড স্টেশনে নেমে কিছুটা।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮, ৯৯৩৩১০৬৯০৪
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮