নিউজ ডেক্স: কালি পুজোতেও থিমের ছোয়াঁ। বর্ধমানের রানীগঞ্জ বাজারে নবীন সংঘের ৫৫ বছরের পুজোয় এবারের থিম ‘ সেফ গার্লস চাইল্ড’। ছেলে অথবা মেয়ে দুজনেই সমান। এই বার্তাই তুলে ধরা হবে থিমে। কন্যা ভ্রুন নষ্ট না করারও বার্তা থাকবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। থিম তৈরি করছেন শিল্পী সেখ পপিন। দিন রাত এক করে চলছে শেষ মূর্হুত্বের প্রস্তুতি। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে প্রতিমা। মাতৃরূপী মা এর ভাবনা প্রতিমায়। পুজো উপলক্ষ্যে প্রতি বছরই অসংখ্য মানুষের সমাগম হয় মন্ডপে।
আপডেট নিউজ জানতে হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন।
আমাদের Youtube channel Subscribe করুন। জেনে নিন অজানা নানা তথ্য, কাহিনী।