নিউজ ডেক্স: একটি বাড়ির সংস্কারের কাজ করতে গিয়ে উদ্ধার হল তিনটি কৌটো বোমা। তার মধ্যে একটি কৌটো বোমা ফেটে যায়। পুলিশ দুটি বোমা উদ্ধার করে এবং সেগুলি নিষ্ক্রিয় করা হয়। পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচ শিমুল গ্রামের ঘটনা।
এদিন সকালে একটি বাড়ির পুরানো অংশে সংস্কারের জন্য কর্মীরা কাজ করছিলেন। সেই সময় তিনটি কৌটো তাদের নজরে আসে। একটি তুলে ফেলে দেওয়ার সময় বিষ্ফোরন হয়। এলাকার মানুষদের মনে আতঙ্ক ছড়ায়। তখনই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দুটি কৌটো বোমা উদ্ধার করে বোম্ব স্কোয়ার্ডের সাহায্যে তা নিষ্ক্রিয় করা হয়। এলাকার বাসিন্দাদের বক্তব্য, এই এলাকাটি বরাবরই শান্তিপূর্ণ। ভোটের আগে এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দ্যেশেই কে বা কারা রেখে গেছে। তাদের গ্রেপ্তারের দাবি তোলেন এলাকার মানুষ।। জামালপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮