নিউজ ডেস্ক: শীত পড়তেই পিকনিকের মেজাজ। সকলেই জমিয়ে পিকনিক করছেন। তবে এরই মাঝে এক ব্যতিক্রমী ছবি। পথ কুকুরদের পিকনিক।
যারা উচ্ছিষ্ট খাবার খেয়ে সন্তুষ্ট থাকে সেই পথ কুকুরদের জন্য আয়োজন এই পিকনিকের। তাদের জন্য পেটপুরে ভাত মাংসের মেনু।এমনকি রাখা হয়েছিল মিনারেল ওয়াটার।
এমনই অভিনব উদ্যোগ বৈঁচি গ্রামের আটচালা গ্রুপ নামে একটি সংস্থার।
সকাল থেকেই রান্নার বিশাল আয়োজন ছিল। ভাত মাংস রান্না করে দল বেঁধে সকলে বেরিয়ে পড়েন। কুকুর দেখলেই তাদের পাত পেতে পেটপুরে ভাত মাংস খাওয়ালেন সংস্থার সদস্যরা।
হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন
প্রায় তিনশত কুকুরকে এভাবেই খাওয়ানো হলো।
শুধু তাই নয়, ভ্যাকসিন সহ পশু চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ছিল।
আটচালা গ্রুপের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এই কাজের মধ্যে দিয়ে পশু প্রেমের অনন্য নজির গড়লো তারা।