নিউজ ডেস্ক: মেমারির একদল যুবকের অভিনব ভাবনা। করোনা পরিস্থিতিতে চলছে লক ডাউন। পোস্টার হাতে তারা গ্রুপ ছবি পোস্ট করল সোশ্যাল মিডিয়ায়। তাতে করোনা পরিস্থিতির উপর ভাবনা ফুটে উঠেছে। না, লকডাউন ভেঙে বাইরে বেরিয়ে তারা কেউ ছবি তোলে নি। ঘরে বসেই আধুনিক টেকনোলজির সাহায্যে এই ভাবনা তারা তুলে ধরেছে। কেউ দিল সম্প্রীতির বার্তা, কেউবা লকডাউন মেনে চলার বার্তা, কেউ আবার শান্তির বার্তা।
আপডেট খবর জানতে হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ like করুন।
মেমারি থেকে সকাল ৮-০৪ এর হাওড়াগামী লোকালের লাস্ট কম্পার্টমেন্টের একটি নিত্যযাত্রীর দল । তারা তৈরি করেছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। নাম ‘Memari@Unique’। তারা একটি গ্রুপ ছবি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। তাদের সকলের হাতে একটি করে পোস্টার ।আর তাতে লেখা রয়েছে- ‘আমরা দৃঢ়, প্রতিজ্ঞাবদ্ধ, বর্তমান পরিস্থিতি জয় করে উঠে কখনোই ভুলে যাব না এই লড়াই বিজ্ঞান একা লড়েছিল। কোন মন্দির মসজিদ অথবা গীর্জা নয়। আমরা করবো জয় নিশ্চয়।’ অবশ্যই এই গ্রুপে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের যুবকদের সম্প্রীতির বার্তা নজির সৃষ্টি করেছে।
মেমারি নতুন বাস স্ট্যান্ড এর আরও একটি বন্ধু গ্রুপ। নাম ‘ND ঠেক’। মূলত কাজ সেরে এসে সন্ধ্যায় ১৬ জন বন্ধু এখানে একত্রিত হতো প্রতিদিন । এখন সেই ঠেক বন্ধ। তারাও পোস্টার হাতে দিয়েছে শান্তির বার্তা। তাতে লেখা- ‘ঝড় যতই প্রবল উঠুক, আকাশে সূর্য হাসবেই। আর সমস্যা যতই কঠিন হোক, সমাধান হবেই । একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।’
শুধু তাই নয় আরও একটি যুবকদের গ্রুপ। নাম ‘Group1999’। মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির(শাখা-১) এর ১৯৯৯ সালের মাধ্যমিক ছাত্রদের এই গ্রুপ। তাদেরও সদস্য সংখ্যা ৩৫ জন। তারা দিয়েছে লকডাউন মেনে চলার বার্তা। তারা লিখেছে, ‘আমরাই পারি। আসুন হাসপাতাল শূন্য করতে, রাস্তা শূন্য করি। ভারতীয়রা যা পারে অন্য কেউ পারে না। আমরা করব জয় নিশ্চয়।
গৃহবন্দী থেকে মেমারির যুবকদের সোশ্যাল মিডিয়ায় এই বার্তা সকলেই প্রশংসা করেছে।
নিউজ ও বিজ্ঞাপনের জন্য ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 7900 8002248 .
আপডেট খবরের জন্য হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন।