হাইলাইটস বেঙ্গল: পূর্ব বর্ধমান জেলায় কোন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন ২৭ মে পর্যন্ত মোট করোনা পজিটিভ ৫৫ জন। এখনো চিকিৎসাধীন ৩৫। সুস্থ হয়ে বাড়ি গেছেন ২০জন। বেশিরভাগই চিকিৎসা হয়েছে দুর্গাপুরের সনোকা কোভিড হাসপাতালে।
বুধবার একদিনে আক্রান্ত হয়েছেন ২১ জন। তার মধ্যে রয়েছে ভাতারের এক শিশু। এছাড়াও মেমারির বিজড়ার দুজন, রায়নার দুই ব্লকের ৫ জন, মঙ্গলকোটের ৫জন , কাটোয়া শহরে ১ জন, কাটোয়ার দুই ব্লকে ২ জন, কেতুগ্রামে ১জন, কালনা শহরে ১জন, কালনার দুই ব্লকে ২জন। এছাড়াও বর্ধমান শহরের কাঞ্চননগর এলাকায় রয়েছেন ১জন । এরা সকলেই ভিন রাজ্য থেকে সদ্য ফিরেছে বলে জেলাশাসক জানিয়েছেন।