এবার তিন জেলার জেলাশাসক বদল হলো। নির্বাচন কমিশনের নির্দেশে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকদের বদলি করে দেওয়া হলো। বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
পঞ্চম ও ষষ্ঠ দফায় ১৭ ও ২২ এপ্রিল পূর্ব বর্ধমান জেলায় ভোট রয়েছে। পূর্ব বর্ধমানের নতুন জেলাশাসক হলেন শিল্পা গৌরীসারিয়া, দক্ষিণ দিনাজপুর জেলার নতুন জেলাশাসক সি মুরুগান, পশ্চিম বর্ধমানের জেলাশাসক হলেন অনুরাগ শ্রীবাস্তব।