দীপন চ্যাটার্জী ,জামালপুর: বিদ্যার দেবীর আরাধনায় মেতে রয়েছে সারাবাংলা । দেবী সরস্বতীর পূজা আবার বাঙালির কাছে একটা বিশেষ দিনও বটে ,সরস্বতী পূজাকে বলা হয় বাঙালির ভ্যালেনটাইন্স ডে । স্কুল, কলেজ থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ,ক্লাব রমরমিয়ে মেতে উঠেছে বাগদেবীর আরাধনায় সাথে থাকছে একের পর এক থিমের পূজা। এরকমই এক অদ্ভুত দৃশ্য দেখা গেলো জামালপুরের গোলাবাড়ি স্কুল সংলগ্ন এলাকায় আপনিও হয়তো দেখলে অবাক হবেন বাগদেবীর ২৫ফুট লম্বা মূর্তি। শয়ে শয়ে মানুষ ভিড় জমাচ্ছেন এই মূর্তিকে দেখার জন্য। কাঠ,খড় , বাঁশ,মাটি এবং সোলার সাজ দিয়ে তৈরি এই প্রতিমা ।
গোলাবাড়ি আমরা কয়জন ক্লাবের সদস্যদের সাথে কথা বলে জানা যায় প্রতিমাটি গড়তে খরচ হয়েছে প্রায় ৩৫-৩৬হাজার টাকা । তারা বলেন, তাদের এই উদ্যোগ শুধুমাত্র জামালপুরের মানুষকে আনন্দ দেবার জন্য । শুধু বড়ো প্রতিমাই নয় তার সঙ্গে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিমা নির্মাতা প্রসেনজিৎ দাস বলেন -তিনি বিভিন্ন জায়গায় যান ঠাকুর তৈরির জন্য এবং তৈরি করেন বিভিন্ন বিশালাকার দূর্গা প্রতিমা, জগদ্ধাত্রী প্রতিমা সেই থেকেই তার মনে ইচ্ছা হয় তার নিজের এলাকায় তিনি এমন কিছু তৈরি করবেন ।
এই প্রতিমার জন্য একটা আলাদা উন্মাদনা দেখা যায় জামালপুরবাসীর মধ্যে। স্থানীয় বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী এবং অধ্যক্ষ সুদীপ চ্যাটার্জী জানান ,এলাকাবাসী খুব খুশি গোলাবাড়ি আমরা কয়জন ক্লাবের এই উদ্যোগে ।
জামালপুর ছাড়াও পার্শ্ববর্তী জোতশ্রীরাম, চকদিঘী, রায়না ,খানপুর সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন এবং ভিড় জমাচ্ছেন প্রতিমা দেখতে।