যেমন ‘খাদ্য রসিক বাঙালি’ তেমনি বলতে হয় ‘খাদ্য রসিক বর্ধমানবাসী’। আর সেই খাদ্য রসিক বর্ধমানবাসীর জন্য সুখবর। বর্ধমানের শুরু হচ্ছে নীলপুর যুব উৎসব। আর সেখানে আয়োজন করা হয়েছে খাদ্য মেলার। নাম ‘বাহারে আহারে খাদ্য মেলা’। এই মেলার ক্যাপশন ‘পেটের সঙ্গে ভরবে মন বর্ধমানে এই প্রথম’।
শীত শুরু হতেই বর্ধমান শহরজুড়ে নানান মেলার আয়োজন। তারই মধ্যে এবারের প্রথম শুরু হলো নীলপুর জাগরণী সংঘের মাঠে নীলপুর যুব উৎসব। ৮জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।
প্রধান আয়োজক বর্ধমান পুরসভার ১৪ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার।
প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এই উৎসব।
রাসবিহারী হালদার জানিয়েছেন, যেহেতু যুব উৎসব তাই যুবদের জন্য এই ৫ দিন ধরেই বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। থাকছে নানা অনুষ্ঠান।
প্রতিদিন সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান। হাজির থাকবেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জ্জী ও মিউজিক্যাল ট্রুপ, প্রসেনজিত চ্যাটার্জ্জী ও মিউজিক্যাল ট্রুপ, নচিকেতা, হিন্দি ব্যাণ্ড এম সোনিক, রাজ বর্মণ, বাংলাদেশের এফ. এ. সুমন, অভিনেত্রী সায়নী ঘোষ, সহ আরো নানা আকর্ষণ।
শুধু তাই নয় এলাকায় খেলার উৎসাহ বাড়াতে উদ্যোগ নিয়েছে উৎসব কমিটি। রাসবিহারী হালদার জানিয়েছেন, ৮০টি ক্লাবকে দেওয়া হবে ফুটবল।
১১ জানুয়ারী এলাকার বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার প্রদান করা হবে।
থাকছে প্রায় ৩০টি খাবারের স্টল। থাকবে ব্যারাকপুরের ‘দাদা বৌদি’-র বিরিয়ানি, ভীম নাগের মিষ্টি, কাঁচরাপাড়ার ‘শিকদার জুস অ্যান্ড মকটেল’,হট লেমনিজ ফুড, তুর্কি আইসক্রিম সহ নানান খাবারের আয়োজন।