ওয়েব ডেস্ক: এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় দুই দুস্কৃতীকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ।
সোমবার গভীর রাতে পূর্ব বর্ধমানের ভাতারের কালুত্তক গ্রাম এলাকা থেকে পুলিশ তাদের ধরে।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, এক রাউন্ড গুলি। ছিনতাইকারীদের বাইকটিও পুলিশ আটক করে।
জানা গেছে, কৌশিক সাহা নামে এই ব্যবসায়ী সোমবার রাতে বাইকে চেপে বাড়ি ফেরার সময় তিন দুস্কৃতী পথ আটকায়। তাকে বাইক থেকে নামিয়ে মারধর করে বলে জানা গেছে। তার কাছে থাকা নগদ ৬৫ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন, সোনার লকেট ও হাতঘড়ি ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
পুলিশের কাছে খবর পৌঁছাতেই রাতেই দুজনকে ধরে ফেলে।