মানুষের পাশে থাকার নজির গড়লো পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস।
৭৫০০ মানুষকে এদিন জামালপুরের নেতাজি মাঠ থেকে কম্বল বিতরণ করা হলো। মূলত জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খানের উদ্যোগে এই মহতি কাজ এদিন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অরবিন্দ ভট্টাচার্য্য, পঞ্চায়েত সমিতির পূর্ত্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবু হেমব্রম, জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি ও জামালপুর ১ নং পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ অনেকেই।
সারা বছরই এলাকার মানুষের পাশে থাকেন মেহেমুদ খান। লকডাউনে ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষদের খাদ্য সামগ্রী সহ সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সম্প্রীতির নজির গড়েছিলেন। শুধু তাই নয় টানা সাত দিন মহিলাদের রক্তদান শিবির করে করেছিলেন, যা অবশ্যই নজির। আবারো এত বিপুল সংখ্যক মানুষকে শীতের কষ্ট থেকে বাঁচাতে কম্বল তুলে দিয়ে অসহায় মানুষের পাশে থাকলেন।