বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল কার্যালয়ে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ।
প্রার্থীকে নিয়ে বিজেপির মিছিলে যাওয়ার অপরাধে। মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির।
একজনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে, অন্য দুজনকে মিছিল থেকে ফেরার পথে রাস্তা আটকে মার। মোট তিনজন জখম।
অভিযোগ অস্বীকার তৃণমূলের।
রবিবার ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের আউসগ্রাম বিধানসভার পিচকুড়ির তোয়ারা গ্রামে। ঘটনাস্থলে পৌঁছায় আউসগ্রাম থানার পুলিশ। জখমদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
জখম ধনেশ্বর বাগদি জানিয়েছেন, তার বাড়িতে হঠাৎই তৃণমূলের কয়েকজন এসে তাকে তুলে নিয়ে যায় স্থানীয় তৃণমূল কার্যালয়ে। সেখানে বেঁধে বাঁশ দিয়ে পিটিয়ে মারধোর করে।
এছাড়াও জখম সুদর্শন পাল, মাখন মাঝির অভিযোগ তারা পিচকুড়ি গ্রামে প্রার্থীকে নিয়ে প্রচার সেরে বাইকে করে বাড়ি ফেরার পথে জনা ত্রিশ তৃণমূল কর্মী তাদেরকে আটকায়। সেখানেই তাদেরকে মারধর করে বলে অভিযোগ।
আউসগ্রাম এর বিজেপি প্রার্থী কলিতা মাঝি জানিয়েছেন, গোটা বিষয়টি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবেন।
তৃণমূলের ব্লক সভাপতি সালেক রহমান অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এই ঘটনায় তৃণমূলের কোন যোগ নেই। মদ খেয়ে মাতলামো করতে গিয়ে পড়ে গিয়ে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে। ওদের পায়ের তলার মাটি সরে গেছে ।
ঘটনায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় সেই জন্য ঘটনাস্থলে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়।