অসংখ্য মানুষের চোখের জলে বিদায় নিলেন বিশিষ্ট চিকিৎসক বিপ্লব চ্যাটার্জী।
অত্যন্ত ভালো মনের সদা হাস্যময় এই মানুষটির অকাল প্রয়াণ কেউ মেনে নিতে পারছে না। তার প্রয়ানে শোকের ছায়া পরিবার সহ এলাকা ও চিকিৎসা মহলে। বাংলা হারালো এক প্রতিভাবান চিকিৎসককে।
খুব অল্প সময়ের মধ্যেই চিকিৎসক মহলে সুখ্যাতি অর্জন করেছিলেন। তার হাতের জাদুতে অসংখ্য অর্থপেডিক রোগী সুস্থ হয়েছেন। তার সু ব্যবহার সকলের মন জয় করে নিয়েছিল। চিকিৎসার কাজে ব্যস্ততার মধ্যেও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে যুক্ত থাকতেন সুযোগ পেলেই। এই মানুষটি যে এত অল্প বয়সে সকলকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে চলে যাবে তা কেও কল্পনাও করতে পারেনি।
গোয়াতে সেমিনারে যোগ দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশিষ্ট অর্থোপেডিক সার্জেন বিপ্লব চ্যাটার্জীর।
মঙ্গলবার প্রয়াত চিকিৎসকের মরদেহ বর্ধমান হাসপাতাল হয়ে নিয়ে আসা হয় মেমারির খাঁড়ো এলাকার নিজ বাসভবনে। মরদেহ মেমারিতে আসতেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা মেমারি। একবার শেষ দেখা দেখতে ও শ্রদ্ধা জানাতে মেমারীর খাঁড়ো এলাকায় তাঁর বাড়ীর সামনে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিলেন।
এরপর তার নিথর দেহ নিয়ে আসা হয় মেমারির খাঁড়ো যুবক সংঘের খেলার মাঠ প্রাঙ্গণের সম্প্রীতি মঞ্চে। মেমারিতেই বড় হয়েছেন তিনি।
তাই ঘরের ছেলের এই অকাল প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছে না মেমারিবাসী। সবাই বাকরুদ্ধ, অশ্রু ভরা জল। তবে অত্যন্ত ভালো মানুষ হিসাবে তিনি সকলের মনি কোঠায় আজীবন বেঁচে থাকবেন।।