ওয়েব ডেস্ক: জাতীয় সড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা ঘটে প্রাণহানি। দুর্ঘটনা এড়ানোর জন্য এলাকায় সাবওয়ে বা ওভার ব্রিজের দাবি দীর্ঘদিনের। এই দাবিতে বিভিন্ন মহলে দরবার করেও হয়নি সুরাহা। অবশেষে দাবি আদায়ে নির্বাচনকেই বেছে নিলেন এলাকার মানুষরা। অভিনব পন্থা নিলেন তারা।
পূর্ব বর্ধমানের পাল্লারোড ও পালসিট এলাকায় ওভারব্রীজ বা সাবওয়ের দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দপ্তরে পোস্টকার্ডে হাতে লেখা চিঠি পাঠাচ্ছেন তারা। সেই চিঠিতে দাবি জানানো হয়েছে, পার্টির ইস্তেহারে রাখতে হবে জাতীয় সড়কে পালসিট ও পাল্লারোড চার মাথায় ওভারব্রীজ বা সাবওয়ের কথা। সমস্ত দলের হেড কোয়ার্টারে ১০,০০০ পোস্ট কার্ড পাঠাচ্ছেন স্থানীয় মানুষ।
ইতিমধ্যেই জোরকদমে চিঠি লেখার কাজ শুরু হয়েছে। সেই চিঠি ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে রাজনৈতিক দলের দপ্তরে।
এবারের জমজমাট নির্বাচনী আবহাওয়ায় এলাকার মানুষদের দাবি আদায়ের এই অভিনব ভাবনা অবশ্যই এই আলাদা মাত্রা এনে দিয়েছে।