হাসপাতালের বিশ্রামাগারে সন্তান প্রসব প্রসূতির। পূর্ব বর্ধমান গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা। কর্তব্যরত নার্স হাসপাতাল থেকে বের করে দেয় ওই প্রসূতিকে বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা হাসপাতালে।
পরিবার জানিয়েছে, আউসগ্রামের ঝর্না গ্রামের পিংকি হাওলাদারকে প্রসব বেদনা নিয়ে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন।
সেই সময় বর্ধমান আনার জন্য কোন গাড়ি পায়নি তারা। 102 এ কল করেও বর্ধমান আনার জন্য গাড়ি পেতে দেরি হয় বলে প্রসূতির পরিবারের অভিযোগ। সেই সময় হাসপাতালের ভিতরেই ছিলেন ঐ প্রসূতি। অভিযোগ, রেফার করা সত্ত্বেও হাসপাতালের ভিতরে থাকায় জোর করে হাসপাতাল থেকে বের করে দেয় কর্তব্যরত নার্স। রোগীর পরিবারের সাথে দূর্ব্যবহারের অভিযোগ।
বাধ্য হয়ে পরিবার হাসপাতালে চত্ত্বরে বিশ্রামাগারে নিয়ে যায় ওই প্রসূতিকে। সেখানেই দাইমার সহযোগিতায় সন্তান প্রসব করা হয়।
নার্সের এই অমানবিক আচরণে আলোড়ন তৈরি হয় এলাকায়। ওই নার্সকে পরিবার ও স্থানীয় মানুষজন এই ঘটনার জবাবদিহি করেন। যদিও ওটা বিষয়টি এড়িয়ে যান কর্তব্যরত নার্স।
পুরো বিষয়টি জানার পর রিপোর্ট তলব করেছেন ব্লক স্বাস্থ্য উন্নয়ন আধিকারিক।