নিচের লিঙ্কে ক্লিক করে দেখুন ভিডিও নিউজ
অভিজিৎ চক্রবর্তী, পূর্বস্থলী: টগর গাছে ফুটলো জবা ফুল। অদ্ভুত ঘটনা আলোড়ন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কৈবর্তপাড়ায়। সকাল হতেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমান এই দৃশ্য দেখার জন্য।
কেউ বলেন অলৌকিক, তো কেউ বলেন মা মহিষমদ্দিনির কৃপা। টগর গাছে একটি জবাফুল। অদ্ভুত ঘটনা এর আগে গ্রামবাসীরা কেউ দেখেননি। কৈবত্যপাড়ায় শম্ভু ঘোষের বাড়িতে রয়েছে অনেক পুরনো একটি টগর ফুল গাছ। বাড়ির গৃহকর্ত্রী সকালে ফুল তুলতে গিয়ে বিষয়টি নজরে আসে। দেখেন একটি ডালে হালকা হলুদ রঙের একটি জবা ফুল ফুটেছে।
প্রতিবেশীরা প্রথমে জবাফুলটিকে দেখে বিশ্বাস করতে পারেননি। অনেকে ফুলটাকে ধরে দেখেন কোনভাবে জোড়া লাগানো হয়েছে কিনা। পরে বুঝতে পারেন, জবাফুলটা ওই টগরগাছেই ফুটেছে। কেউ লাগিয়ে দেয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে ডালে ফুটেছে সেটি টগর গাছের ডাল। শুধু ফুলটি জবা।
স্থানীয়দের ধারণা অলৌকিক ঘটনা এটি। তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা কৃষ্ণ ভক্ত। তাই এই ঘটনা কৃষ্ণেরই লীলা বলেই তারা মনে করছেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশ এলাকার মানুষজনের ভিড় জমাতে থাকে এই ফুলটি দেখার জন্য। তাদের অনেকেই দাবি করেন, কার্তিক পুজোয় কৈবত্যপাড়ায় জাগ্রত মহিষমর্দিনী দেবীর পুজো হয়। সেখানেে ভক্তরা মানত করেন। শনিবার অয়ন প্রামানিক নামে একভক্ত ৫ হাজার জনকে বসিয়ে ভোগপ্রসাদ খাইয়েছেন। এদিন সকাল হতেই ওই মহিষমর্দিনীর প্রতিষ্ঠিত বেদি থেকে সামান্য দুরত্বে দেখা যায়, টগর ফুলগাছে একটি বড় আকৃতির জবাফুল ফুটে আছে। এরপরই বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়।
কিন্তু এই বিষয়টি অলৌকিক কিছু নয় বলে জানিয়েছে বিজ্ঞান মঞ্চ। কালনা বিজ্ঞান মঞ্চের সম্পাদক তাপস কার্ফা জানিয়েছেন , গাছটি গ্রাফটিং বা কলম পদ্ধতি প্রয়োগ করে এটি ঘটানো হয়েছে।