মা বাবা হারা প্রতিবন্ধী যুবক, মাথা গোঁজার শেষ সম্বল টুকুও ঝড়ে উড়িয়ে দিয়েছে, এখন লোকের দুয়ারে দিন কাটছে । পূর্ব বর্ধমানের জামালপুরের দক্ষিণ সারাংপুর পাঁচড়া পঞ্চায়েতের অধীনে শেখ ইদ্রিস নামে বছর ৩৪ এর প্রতিবন্ধী যুবকের বাড়ি। বাবা শেখ ইউলিশ, মা শেখ রহিমা বিবি। মা মারা যাবার পরে ১৫ বছর আগে বাবা ইউলিশ প্রতিবন্ধী ইদ্রিসকে ছেড়ে চলে যায়। জন্ম থেকেই প্রতিবন্ধী ইদ্রিস মুখে কথা বলা তো দূর , উঠে দাঁড়াতে বা বসতে পর্যন্ত পারে না , শুয়ে শুয়েই দিন কাটে তাঁর। ইদ্রিসের দিদি,ভাইয়ের মুখে একমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য অপরের বাড়িতে কাজ করে। একবেলা খাবার জোটে তো আর এক বেলা না খেয়েই থাকতে হয় তাদের। এই কালবৈশাখীর ঝড়ে তাদের শেষ সম্বল টুকুও কেড়ে নেয় প্রকৃতি । ঝড়ে বাড়িতে গাছ ভেঙ্গে পড়ে তার পর থেকেই ওই ভাঙ্গা ঘরেই দিন কাটছে তাদের, খুব বৃষ্টি হলে লোকের বাড়ি আশ্রয় নিতে হয় তাদের। সরকারি ভাবে কোনোরকম সাহায্যর জন্য কেউ এগিয়েও আসেনি বলে অভিযোগ। বর্তমানে ইদ্রিসের দিদি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে যদি তাঁর ভাইয়ের পাশে এসে কেউ দাঁড়ায় তাহলে আগামী দিনে ইদ্রিস কিছুটা হলেও ভালো করে থাকতে পারবে। পরিবারটিকে আর না খেয়ে থাকতে হবে না।