পশ্চিম বর্ধমান জেলার ফরিদপুর থানা ও বীরভূম জেলার খয়রাশোল থানার মধ্যবর্তী স্থানে অবস্থিত লাউদোহাতে অজয় নদের চড়ে গত ১৩ মে পাওয়া গেলো প্রস্থর নির্মিত প্রত্নবস্তু। ঘটনায় চাঞ্চল্য। যার মধ্যে আছে শিবলিঙ্গ, অনাদিলিঙ্গ শিব , গৌরীপট্ট,প্রস্তর নির্মিত পাত্র প্রভৃতি। এলাকায় কোনও ভগ্ন মন্দিরের নিদর্শন নেই, কিভাবে এই মূর্তিগুলি কিভাবে এখানে এল-সেটাই প্রশ্ন।
ইতিহাসবিদ সর্বজিৎ যশ জানিয়েছেন, আনুমানিক মূর্তির ক্ষেত্রে স্টাইল দেখে মোটামুটি সময়কাল বোঝা সম্ভব হয়, কিন্তু এগুলির ক্ষেত্রে সেটা বেশ শক্ত। তবে অনুমান এগুলি খুব বেশি হলে , ২৫০/৩০০ বছরের বেশি পুরনো নয় ।।অনেক ক্ষেত্রেই মূর্তি জলে ডুবিয়ে রাখার রীতি থাকে, সেই ভাবেই হয়তো এগুলি রেখে এর পূজকগণ আর উদ্ধার করতে পারেননি , এমন হাওয়া সম্ভব।