নিউজ ডেস্ক: সারা বছরই খবর সংগ্রহের কাজে ব্যস্ত থাকেন সাংবাদিকরা। পরিবারকেও সেইভাবে সময় দিতে পারেন না। কিন্তু বছরের অন্তত একটা দিন তারা নির্ভেজাল ছুটি কাটানোর চেষ্টা করেন। যদিও তার মধ্য বড় খবর হয়ে যাওয়ার চাপ থেকেই যায় । এ সবকিছুর মধ্যেই বর্ধমান জেলা প্রেস ক্লাবের বনভোজনে আনন্দে মাতলেন সাংবাদিক এবং তার পরিবাররা।
বর্ধমানের শহর থেকে ৮ কিলোমিটার দূরে পালিতপুরে একটি মনোরম পরিবেশে এদিন তারা বনভোজনের আয়োজন করেন। সাংবাদিক এবং তাদের পরিবার মিলিত হয়েছিলেন।
সারা বছর কাজের চাপ থাকলেও এই দিনটিতে সবাই আনন্দে মাতলো। কচিকাঁচারা খেলাতে মত্ত ছিল। বর্ধমান জেলা প্রেসক্লাবের সভাপতি শরদিন্দু ঘোষ জানিয়েছেন, জেলা প্রেস ক্লাব সারা বছরই বিভিন্ন রকম কর্মসূচি পালন করে। তবে বছরের একটি দিন তারা নিজেদের মতো করে ছুটি কাটান। পরিবার-পরিজন নিয়ে একসাথে খাওয়া-দাওয়া আয়োজন থাকে। সেখানে সবাই একসাথে আনন্দ করে।
সকাল থেকেই বিভিন্ন রকম খাবারের আয়োজন ছিল। সবাই একসাথে বসে আনন্দ করে খাওয়া-দাওয়া সারলো এদিন।